Core Team

আমাদের কাছে কন্টেন্টি সম্পদ। তাই আপনাদের কাছে উন্নতমানের আর্টিকেল পৌঁছে দেওয়াই আপাদের প্রধান লক্ষ্য। আর এই কোয়ালিটি আর্টিকেল প্রদানের জন্য আমাদের কোর টীম মেম্বাররা সবসময় আপনাদের সাথে আছে। আসুন পরিচয় করিয়ে দিই আমাদের টীম মেম্বার দের সাথে।

Saikat Mandal (Founder & Chief Editor)

সৈকত হলো এই ব্লগ এর প্রধান স্রষ্টা এবং প্রধান এডিটর। সে একজন পূর্ণ রূপে ব্লগার এবং YouTube এ ভিডিও বানান বিভিন্ন টেক জিনিসপত্রের উপর। যিনি এখজন B.Pharm এর ছাত্র এবং অংশিক ভাবে চাকুরী তে লিপ্ত। এছাড়াও তিনি বিভিন্ন খেলাধুলা এবং ফটোগ্রাফির সাথে যুক্ত।

Follow him : Facebook Twitter

Soumyakanti Ray (Co-Founder & Site manager)

Soumyakanti Ray একজন প্রফেশনাল ব্লগার এবং এই ব্লগ এর কো-ফাউন্ডার এবং প্রধান সাইট ম্যানেজার। এর পাশাপাশি এনি একজন এন্ড্রয়েড সফটওয়্যার ডেভলোপার। এছাড়া তিনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন, ক্রিকেট এবং ব্যাডমিন্টন খেলেন।

Follow him on: Facebook Twitter

Pritidipa Saha (Author)

Pritidipa Saha হলো একজন প্রধান লেখিকা এই ব্লগ এর। তাছাড়াও এনি বাংলা লিখতে খুবই ভালোবাসেন এবং টেকনোলজির সমস্ত নুতন জিনিস এর উপর খুবই আগ্রহী। আপাতত এনি পড়াশনা করছেন এবং পাশাপাশি ব্লগ এর আর্টিকেল ও লেখেন। এছাড়াও এনি গান করতে খুবই ভালোবাসেন।

Follow her on: Facebook