অনেকদিন পর Coolpad আবার একটা স্মার্টফোন প্রকাশ করে দিলো সরাসরি ভারতের বাজারে Cool 3 Plus। এটি হলো একটা আপগ্রেড ভার্সন Cool 3 স্মার্টফোনের যেটা এই বছরের শুরুতেই প্রকাশ পেয়েছিলো। আসুন দেখে নি এই স্মার্টফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন্স গুলো।
Coolpad Cool 3 Plus এর মূল্য
Cool 3 Plus এর ভারতের বাজারে মূল্য 5,999 টাকা 2GB RAM ভার্সন এর জন্য এবং 6,499 টাকা 3GB RAM ভার্সন এর জন্য। 2nd জুলাই থেকে এটি Cherry Black এবং Ocean Blue রং এর সাথে সরাসরি Amazon.in থেকে পাওয়া যাবে।

Coolpad Cool 3 Plus এর সম্পূর্ণ বিবরণী
এই স্মার্টফোনের মধ্যে থাকবে 5.71-inch এইচডি+ ডিসপ্লে। সাথে পেয়ে যাবেন 2GHz কোয়াড কোর MediaTek Helio A22 12nm প্রসেসর সঙ্গে IMG PowerVR GE-class গ্রাফিক্স। মেমরি হিসাবে দুটো ভারিয়ান্টস থাকবে 2GB RAM এর সাথে 16GB স্টোরেজ এবং 3GB RAM এর সাথে 32GB স্টোরেজ। আপনি চাইলে এটি সর্বাধিক 128GB অব্দি বাড়াতে পারেন microSD কার্ড এর দ্বারা। Android 9.0 Pie OS পেয়ে যাবেন এই স্মার্টফোনের মধ্যে।
পিছনে একটাই ক্যামেরা থাকছে 13MP এর সঙ্গে LED ফ্ল্যাশ এর সাথে আর সামনে পেয়ে যাবেন 8MP সেল্ফি ক্যামেরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি থাকবে পিছনে আর ডুয়াল সিম সাপোর্ট ও পেয়ে যাবেন। এছাড়া থাকছে 3000mAh এর একটি ব্যাটারী।