অনেকদিন পর Lenovo আবার ভারতের বাজারে স্মার্টফোন প্রকাশ করল তাও আবার কম দামের। যাদের বাজেট কম তাদের কথা চিন্তা করে বাজারে এসে গেল Lenovo A6 Note। দেখে নিই এটির যাবতীয় স্পেসিফিকেশন।
Lenovo A6 Note এর বিস্তারিত বিবরণী
প্রথমেই দেখা যাচ্ছে যে এর মধ্যে 6.09-inch এর একটি HD+ নচ ডিসপ্লে। আর থাকছে অক্টা কোর Media Tech Helio P22 প্রসেসসর সঙ্গে PowerVR গ্রাফিক্স। 3GB RAM এর সাথে পেয়ে যাবেন 32GB এর স্টোরেজ। আবার 256GB অব্দি বাড়ানো যাবে microSD কার্ড এর দ্বারা। ডেডিকেটেড সিম স্লট এর সাথে Android 9.0 Pie পেয়ে যাচ্ছেন।
পিছনে থাকছে ডুয়াল রেয়ার ক্যামেরা তার মধ্যে একটি 13MP এর জের সাথে থাকবে 5P লেন্স এবং LED ফ্লাশ। আর একটি সেকেন্ডারি 5MP ক্যামেরা পাওয়া যাবে পোট্রেট এর জন্য। সামনে থাকবে একটি 5MP ক্যামেরা। পিছনে প্লাস্টিক বডির উপরে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3.5mm অডিও জ্যাক এর সাথে থাকছে 4000mAh এর একটি ব্যাটারি।
Lenovo A6 Note এর মূল্য
মূল্য টা প্রথমেই বলেছি, মাত্র 7999 টাকায় ভারতের বাজারে পাওয়া যাবে এই স্মার্টফোন সরাসরি Flipkart থেকে। 11ই সেপ্টেম্বর থেকে আপনি কিনতে পারবেন।