Boult Audio চিরকালই বিখ্যাত এর সাউন্ড সিস্টেম বানানোর জন্য। এখনকার দিনে আমাদের কাছে truly wireless earbuds এর গুরুত্ব একটু বেশি বেড়ে গেছে সেই কারণে আজকে Boult Audio অফিসিয়ালি ভারতের বাজারে প্রকাশ করে দিলো Probuds truly wireless earbuds।
আমার কাছে এই ধরণের এয়ারবাড্স খুবই বেশি ভালো লাগে কারণ এই এয়ারবাড্স এর সঙ্গে ear-hooks কানের সঙ্গে আটকে থাকবে যাতে করে এই বাড্স গুলো হারানোর কোনো সম্ভাবনা নেই। আর সেই কারণেই এটিকে আপনি ওয়ার্কআউট এর সময় ব্যবহার করতে পারবেন। এছাড়াও থাকছে IPX7 রেটিং যুক্ত ওয়াটার রেসিস্টেন্স। খুবই হালকা এয়ারবাড্স এর সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন এক্সট্রা ব্যাস যাতে করে এখন থেকে উফারের মতো সাউন্ড পেতে পারেন। Smart Hall Magnetic Switch এর দ্বারা এটি সরাসরি আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। আর হাই কানেক্টিভিটি র জন্য থাকছে Bluetooth 5.0 এর সুবিধা। এছাড়াও পেয়ে যাবেন Qualcomm’s aptX প্রসেসর, এবং নয়েস ক্যাসেলেশন এর সুবিধা। কোম্পানি জানিয়েছে যে এক একটি এয়ারবাড্ টানা 6-8 ঘন্টা চলবে এবং বক্সটি টানা 24 ঘন্টা চার্জ সাপ্লাই করতে পারবে কারণ এর মধ্যে 650mAh এর একটি ব্যাটারী আছে।
Boult Audio Probuds ভারতের বাজারে দুটো রঙের সাথে এসেছে white-grey এবং black-grey। আপনি সরাসরি Flipkart থেকে 2999 টাকার বিনিময়ে কিনতে পারবেন।