Black Shark আজকে তাদের একদম নুতুন আরো একটি গেমিং স্মার্টফোন প্রকাশ করে দিলো Black Shark 3S নামে চীনের বাজারে। আরো অনেক উন্নত ফিচার্স এবং দারুন ডিজাইনের সাথে এই স্মার্টফোন একদম মিডরেঞ্জ এর মধ্যে আসছে। চলুন দেখে নেওয়া যাক এর সমস্ত ফিচার্স গুলো।
এই স্মার্টফোন শুধুমাত্র গেমার দেড় জন্য বিশেষ করে ব্যবস্থা নিয়েছে। তো প্রথমেই দেখা যাচ্ছে এর মধ্যে 6.67-inch FHD+ AMOLED ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120Hz refresh rate এবং 270Hz touch sampling রেট এর সাথে। এর মধ্যে পেয়ে যাচ্ছেন Snapdragon 865 5G প্রসেসর Adreno 650 গ্রাফিক্স এর সাথে। এর মধ্যে মাদারবোর্ড একদম মাঝেমাঝি জায়গায় আছে যেই কারণে ফোনের যেকোনো অবস্থাতেই গরম হবে না। আর এর মধ্যে পেয়ে যাচ্ছেন sandwich liquid cooling সিস্টেম। তিনটি মেমরি ভার্সন এর মধ্যে আসছে এই স্মার্টফোন 12GB LPDDR5 RAM এর সাথে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ এর সাথে। এছাড়াও ডুয়াল সিম এর পাশাপাশি থাকছে Android 10 এর সাপোর্ট।
যারা যারা গেম খেলার পাশাপাশি স্ট্রিম করে তাদের জন্য এই স্মার্টফোনের মধ্যে থাকছে Somatosensory motion কন্ট্রোল ছয় ধরণের কন্ট্রোলের সাথে। এছাড়াও গেম চলা কালীন ভয়েস কন্ট্রোল 2.0 এর সুবিধা থাকছে যাতে করে আপনার মনের মতো করে ভয়েস রেকর্ড করতে পারবেন। এছাড়াও বডির চারপাশে Screen pressure 4.0 থাকছে 3D কন্ট্রোল এর সুবিধা যাতে করে আপনি হালকা চাপ দিয়েই গেম এর ভিতরে কন্ট্রোল করতে পারবেন। আর থাকছে গেম চলা কালীন স্ক্রিন শটস নেবার এবং স্ক্রিন রেকর্ড করার ক্ষমতা।
গেমিং স্মার্টফোনের এর ক্ষেত্রে ক্যামেরাটা খুবএকটা গুরুত্বপূর্ণ নয় তবে এখানে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা যার মধ্যে 64MP প্রধান ক্যামেরা সাথে 13MP 120° আলট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 5MP ডেপ্ত সেন্সর। সামনে থাকছে 20MP পানচ হোল ফ্রন্ট ক্যামেরা। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি এর মধ্যে পেয়ে যাচ্ছেন 4720mAh এর ব্যাটারী 65W ফাস্ট চার্জিং এর সাথে। শুধু তাই নয় এর পিছনে 18W এর ম্যাগনেটিক চার্জিং পোর্ট থাকছে যাতে করে গেম খেলার সময় আপনি চার্জ করতে পারেন।
Black Shark 3S এর 12GB/128GB ভার্সন, 12GB/256GB ভার্সন এবং 12GB/512GB ভার্সন এর মূল্য যথাক্রমে 3999 yuan (প্রায় 42,900 টাকা), 4299 yuan (প্রায় 46,125 টাকা) এবং 4799 yuan (প্রায় 51,490 টাকা)। চীনের বাজারে সামনের 4 তারিখ থেকে Black এবং Crystal Blue দুটি রঙের সাথে পাওয়া যাবে। ভারতের বাজারে কবে আসবে সে ব্যাপারে কোনো খবর নেই আপাতত।