Lionel Messi, কে না জানে এনার নাম? যারা ফুটবল ফ্যান তারা তো অবশ্যই জানেন এমনকি যারা ফুটবল বোঝে না তারাও এনাকে চেনে। আর হবেই না বা কেন সর্বকালের বিশ্বসেরা ফুটবলার ইনি, এমন কোনো অ্যাঙ্গেল বা জায়গা নেই যেখান থেকে এনি বল কে বের করে নিয়ে যেতে পারেন না। বিশ্বের সেরা সেরা ডিফেন্ডাররা এনার সামনে পরাজয় শিকার করে। একদিকে আর্জেন্টিনার প্লেয়ার আর ওপর দিকে FC Barcelona এর প্লেয়ার প্রায় দীর্ঘ পনেরো বছরের বেশি।
এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমি কেন এই সব কথা বলছি। কারণ হলো এটাই যে এক তো আমিও এনার বিরাট বড়ো ফ্যান তার উপর যে অ্যাপ্ আজকে আমি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এর নাম Lionel Messi Wallpapers Ultra HD। Lionel Messi যেমন বল পায়ে পেলে অনেক কিছু করতে পারে মানে একাধিক দিক আছে সেই রকমই এই অ্যাপ্ এর মধ্যেও বিভিন্ন ধরণের সম্পূর্ণ আলট্রা HD ওয়ালপেপার্স আছে। অনেক দিন থেকেই এই ধরণের একটি অ্যাপ্ খোঁজার চেষ্টা করছিলাম এবং শেষ মেস পেলাম। এই রকমের অনেক অ্যাপ্ ই Play Store এ আছে কিন্তু এটা সবচেয়ে বেশি আপডেটেড এবং খুব সরল। সেই কারণে আপনারা যারা যারা ফুটবল প্রেমী এমনকি মেসির ফ্যান তাদের জন্য বেস্ট Lionel Messi Ultra HD Wallpapers অ্যাপ্ এটি।
Messi Wallpapers App Download
এই অ্যাপ্লিকেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে, যে কটা ম্যাচ রিসেন্টলি খেলা হবে সেই ম্যাচ এর উপর ভিত্তি করে এটি সেই ধরণের ওয়ালপেপার প্রকাশ করে। তার মানে হলো লেটেস্ট ট্রেন্ডস এর উপর ভিত্তি করে আপনি মেসির সব ধরণের ওয়ালপেপার পেয়ে যাবেন। যাই হোক শুধু মাত্র নরমাল ওয়ালপেপার নয় তার সাথে আবার minimal Messi wallpapers ও পেয়ে যাবেন। তাতে করে আপনার আইকন এর সাথে মিলিয়ে আপনি ওয়ালপেপার সেট করতে পারবেন।
আগেই বলেছি এই অ্যাপ্ টি খুব সরল এবং অতীব সহজ ইনস্টল করার জন্য। আর তার থেকেও বড়ো ব্যাপার হলো এতো কিছু আপনি একদম বিনামূল্যে পেয়ে যাবেন। তারপর আপনি যে কোনো ওয়ালপেপার ডাউনলোড করে রাখতে পারেন যাতে করে আপনি সেই ওয়ালপেপারটিকে অফলাইনেও ব্যাবহার করতে পারবেন।
বিশেষ কিছুই করতে হবে না, যদি আপনার অ্যান্ড্রয়েড এর এর ভার্সন 4.1 এবং তার উপরে হয় তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসএ এটিকে ইনস্টল করতে পারবেন। সব মিলিয়ে এখনো অব্দি 400 টার বেশি HD Messi Wallpapers আছে এর মধ্যে এবং ধীরে ধীরে এর সংখ্যা বেড়েই চলেছে কারন আপনি নিত্য নৈমিত্ত আপডেট পেতেই থাকবেন।
তাহলে আর দেরি কিসের যারা এই রকম ওয়ালপেপার প্যাক এর জন্য অপেক্ষা করেন তাদের জন্য সেরা এই অ্যাপ্লিকেশন। আর বিশেষ করে মেসি ফ্যানরা অবশ্যই একবার ব্যাবহার করে দেখুন। কথা দিতে পারি এটি আপনার দারুন লাগবে। আপনি সরাসরি এটিকে Play Store থেকে ইনস্টল করতে পারেন এবং এর লিংক তোলাই দেওয়া হলো।