কিছুদিন আগেই Apple এর তরফ থেকে এদের নুতুন iPhone 11 সিরিজ প্রকাশ পেয়েছে। আর এই iPhone ইউসার দেড় কথা চিন্তা করে Belkin তাদের নুতুন কিছু গ্যাজেট আজকে ভারতের বাজারে প্রকাশ করে দিয়েছে শুধু মাত্র iPhone 11 এর জন্য। যার মধ্যে থাকছে ROCKSTAR Headphones, BOOST UP Wireless Charging Pad, BOOST CHARGE USB-C Cable, SCREENFORCE Tempered Glass এবং SCREENFORCE InvisiGlass আলট্রা স্ক্রিন প্রটেকশন এর জন্য।
ROCKSTAR Lightning Headphones এর বিস্তারিত বিবরণী
iPhone 11 এর জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি হেডফোন প্রকাশ করে দিলো যার নাম ROCKSTAR Lightning হেডফোন। এই হেডফোনটি কিন্তু ওয়ারলেস না এখানে আপনি লাইটনিং পোর্ট পেয়ে যাবেন কানেক্ট করার জন্য। প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড এবং ডিজাইনে এর সাথে আগত এই হেডফোন একদিকে যেমন নয়েস ক্যান্সেলেশন ক্ষমতা আছে তেমনি অন্যদিকে এটি ওয়াটার রেসিস্টেন্স।
BOOST UP Wireless Charging Pad এর বিস্তারিত বিবরণী
ওয়ারলেস চার্জিং এর সমস্যা দূর করতে এই কোম্পানি এনে দিয়েছে 10W এর ফাস্ট ওয়ারলেস চার্জিং সলুয়েশন। এখানে আপনার iPhone 11 এর যেকোনো ভেরিয়েন্ট চার্জ করা যাবে। শুধু তাই নয় যদি আপনার ফোন এ কোনো রকমের কভার লাগানো থাকে তাতেও এই ওয়ারলেস চার্জ চার্জ করতে সক্ষম। চার্জ দেবার সময় এর মধ্যে একটি সাদা এল জ্বলবে এবং যদি আসে পারে আর কোনো ওয়ারলেস ডিভাইস খুঁজে পাই তাহলে নিজে থেকেই আম্বার এল যবে যাতে করে আপনি বুঝতে পারেন।
BOOST CHARGE USB-C Cable এর বিস্তারিত বিবরণী
iPhone 8 এবং তার পরবর্তী ফোন এর দ্রুত চার্জ করার জন্য এই USB-C Cable প্রকাশ করেছে যার দ্বারা আপনি 18-watt এবং তার উপরের যেকোনো এডাপটার ব্যবহার করতে পারবেন। এটি 1.2 মিটার অব্দি লম্বা যাতে করে আপনার চার্জিং এ কোনো রকমের সমস্যা না হয়। কোম্পানির কথা অনুযায়ী এই কেবল এর দ্বারা আপনি 50% অব্দি চার্জ করতে পারবেন মাত্র 30 মিনিটে।
SCREENFORCE Tempered Glass এর বিস্তারিত বিবরণী
iPhone 11 এর সুরক্ষার্থে এই কোম্পানি এনে দিলো প্রিমিয়াম Tempered Glass। যেটা সাধারণ গ্লাস এর চেয়ে অনেক গুনে শক্তি শালী এবং আপনার ডিসপ্লে রিসোলিউশন কে কমতে দেবে না। যার ফলে এর ব্রাইটনেস লেভেল একদম একই রকম থাকবে। শুধু তাই নয় আপনি যখন এর উপর হাত দেবে তখন খুব সুন্দর একটা অনুভূতি হবে। এবং টাচ এ কোনো রকমের সমস্যা হবে না।
SCREENFORCE InvisiGlass আলট্রা স্ক্রিন প্রটেকশন এর বিস্তারিত বিবরণী
এটা একটি খুব গুরুত্বপূর্ণ গ্যাজেট। একটি গ্লাস যেটি আপনাকে সুরক্ষিত করবে অন্যের নজর থেকে। যেমন কোনো রকমের পার্সোনাল ট্রাঞ্জাকশন এর সময় এটিকে ল্যান্ডস্কেপে ঘোরান সাথে সাথে আপনি কি কাজ করছে সেটি পাশের মানুষ দেখতে পাবে না। 30 ডিগ্রি কোন অব্দি কেউ আপনার পার্সোনাল জিনিস দেখতে পাবে না। ফলে ব্যাবসায়িক ক্ষেত্রে এটির গুরুত্ব ভীষণ।
মূল্য
ROCKSTAR Headphones: 4999 টাকা
BOOST UP Wireless Charging Pad: 4499 টাকা
BOOST CHARGE USB-C Cable: 2499 টাকা
SCREENFORCE Tempered Glass: 2999 টাকা
SCREENFORCE InvisiGlass আলট্রা স্ক্রিন প্রটেকশন: 2999 টাকা
এই সমস্ত প্রোডাক্ট এর উপর 2 বছরের ওয়ারেন্টি আছে সরাসরি কোম্পানির তরফ থেকে এবং আপনি এগুলিকে Amazon.in এবং প্রেমিযুইম Apple রিটেলার এর কাছ থেকে কিনতে পারবেন।