অনেকদিন থেকেই Apple এর 5G iPhone এর উপর কথা হচ্ছে যদিও কিছুদিন আগে একটি লিক এর মধ্য তারা জানায় যে সামনের বছর তারা একটি 5.42-inch এর 3 OLED iPhone আসবে অবশ্যই 5G মডেম যুক্ত। কিন্তু কটা ভারিয়ান্টস এ প্রকাশ হবে এবং তাদের নাম কি হবে তা সঠিক ছিল না। এদিকে Qualcomm ও বলে দিয়েছে তারা বিশ্বের প্রথম 5G মডেম যুক্ত Snapdragon 865 প্রসেসর নিয়ে আসতে চলেছে। তাই Apple বলেছে তারা আপাতত 5G যুক্ত iPhone Snapdragon 865 এর সাথে আসবে তবে 2022 এবং 2023 এর মধ্যে তারা নিজেদের 5G প্রসেসর নিয়ে আসবে।

এবার আজকে একজন বিখ্যাত আনালিস্ট Ming-Chi Kuo বলেছেন যে সামনের আগত iPhone এর তিনটি ভারিয়ান্টস থাকবে। 5.4-inch এবং 6.7-inch ডিসপ্লে যুক্ত iPhone যাদের মধ্যে 5G মডেম এর সাপোর্ট থাকবে এবং একটি 6.1-inch ডিসপ্লে যুক্ত iPhone যেটার মধ্যে শুধু 4G LTE এর সাপোর্ট থাকবে।

এছাড়াও Apple এর সাথে Qualcomm এর একটি কন্ট্রাক্ট ও হয়েছে প্রসেসর নিয়ে। আর Broadcom এর তরফ থেকে আগত RF power amplifier এর ব্যবহার হবে এই আগত iPhone গুলোতে। আপাতত আর কোনো তথ্য পাওয়া যায় নি তবে সামনে হয়তো আরো কিছু তথ্য আমরা জানতে পারবো।