মিডরেঞ্জ স্মার্টফোন হিসাবে Samsung এর M সিরিজ খুবই জনপ্রিয়, ইতিমধ্যেই আমরা এই সিরিজ এর তরফ থেকে অনেক স্মার্টফোন পেয়েছি। এবার এবছরের শুরুতেই Samsung তাদের M সিরিজ এর একটি স্মার্টফোন Galaxy M31 খুব তাড়াতাড়ি ভারতে বাজারে প্রকাশ করতে চলেছে।
আজকে Samsung এর তরফ থেকে কিছু অরিজিনাল সূত্র পাওয়া গেলো যেখানে কিছু চিত্র পাওয়া যাচ্ছে যার মধ্যে এই স্মার্টফোন এর কিছু ফিচার্স সংক্রান্ত তথ্য দেখা যাচ্ছে। যাই হোক আগের বছরে তারা Galaxy M30s প্রকাশ করেছিল সুতরাং এই নুতুন স্মার্টফোনটি সেটির আপডেট ভার্সন। যাই হোক প্রথমেই যে চিত্র পাওয়া যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের মধ্যে আপনি একটি 64MP এর রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন। যেটি অবশ্যই ISOCELL Bright GW1 সেন্সর। এর সাথে আরো তিনটি রেয়ার ক্যামেরা থাকবে। যার মধ্যে একটি 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা, একটি 5MP ডেপ্ত ক্যামেরা, একটি 5MP ম্যাক্রো ক্যামেরা।
আগের কিছু সূত্র থেকে পাওয়া যাচ্ছে যে এই স্মার্টফোনের মধ্যে Exynos 9611 প্রসেসরের পাশাপাশি 6GB এর একটি RAM থাকবে। আর হয়তো Android 10 এর সাপোর্ট ও পেয়ে যেতে পারেন। যাই হোক আর একটা জিনিস যেটা হলো ব্যাটারী সেটা এখানে আপনি অনেকটাই বড়োসড়ো পাবেন এমনটা জানিয়েছে কোম্পানি। যদিও এখনো সেরকম কোনো তথ্য নেই তবে হয়তো এমাসের শেষের দিকে এটি প্রকাশ হতে পারে।