PUBG কর্পোরেশনের এর প্রথম দিকের গেম হলো PUBG Mobile এবং PUBG PC। যাদের মধ্যে থেকে PUBG Mobile এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত মোবাইল গেম। তারা দুবছর আগে এই গেমটিকে প্রকাশ করেছিল আর এখন সেই গেম এর মোট ডাউনলোড 400 million এর বেশি এবং প্রতিদিনের ব্যবহারকারীর সংখ্যা প্রায় 50 million এর বেশি। গেমটি প্রকাশ করার সময় কোম্পানি হয়তো ভাবেনি এতো বেশি পপুলারিটি পাবে। যাইহোক এর উপর আবার PC ইউসার দেড় জন্য PUBG PC এর একটা lite ভার্সন ও বের করেছে PUBG Lite যেটা খুব তাড়াতাড়ি ভারতের বাজারে প্রকাশ পাবে।
Today we're excited to introduce Striking Distance, a brand new game development studio headed by industry luminary @GlenSchofield. pic.twitter.com/vjkENfT2Jk
— PUBG (@PUBG) June 26, 2019
এখন ব্যাপার হলো PUBG কর্পোরেশনের তাদের এই টুকুতেও খুশি নয় সেই কারণের রিসেন্টলি এই কোম্পানির CEO C.H. Kim একটা তথ্য সরবরাহ করেছে যেখানে বলা হয়েছে যে তারা আরো একটি নুতুন গেম এর উপর কাজ করছে এবং খুব তাড়াতাড়ি বাজারে প্রকাশ ও পাবে। যদিও এই গেম টির নাম কি হবে সেটা এখনো বলে নি। কিন্তু এই গেম টিকে বানানোর জন্য তারা Tencent এবং Lightning studio এর সাহায্য নিচ্ছে না তার পরিবর্তে আরো একটি বিখ্যাত গেমিং ষ্টুডিও Striking Distance এর ব্যবহার করছে।
Striking Distance এর আগে কয়েকটি বিখ্যাত গেম এ কাজ করেছে যেমন Fortnite এবং Call of Duty: Black Ops 4। এছাড়াও আরো অনেক। এখন তারা অফিসিয়ালি PUBG কর্পোরেশনের হয়ে কাজ করবে এবং এই আগত নুতুন গেম এ অংশ গ্রহণ করবে। এর উপর কথা বলতে গিয়ে Call of Duty এবং Dead Space এর এক্স ডেভলোপার Glen Schofield টুইটার এ একটা ভিডিও প্রকাশ করেছেন যে তিনি এই নুতুন গেম এর দায়িত্বে থাকছেন এবং খুবই আনন্দিত। এর পাশাপাশি আরো বলেছেন যে এই গেমটি PUBG এর মতো battel royale হবে না তার পরিবর্তে এর মধ্যে একটা সুন্দর গল্প থাকবে যেটা PUBG এর মধ্যে ছিল না। কোম্পানির বক্তব্য এটা আরো বেশি আকর্ষণীয় হবে PUBG এর থেকে এবং থাকবে সম্পূর্ণ নুতুন এক ধারণা। এবার অপেক্ষা করতে হবে যে গেম টা কবে অফিসিয়ালি প্রকাশ পায়।