কিছুদিন আগেই Google Play Console এবং Bluetooth SIG এর মধ্যে Samsung এর তরফ থেকে আগত আরো একটি নুতুন স্মার্টফোন অন্তর্ভুক্ত হয়েছিল। আজকে সেই একই স্মার্টফোন থাইল্যান্ডের টেলিকম রেগুলেটর এর মধ্যে অন্তর্ভুক্ত হলো Samsung Galaxy A01 Core নামে।
সমস্যা হলো এই স্মার্টফোন শুধু প্রকাশ ই পেয়েছে এছাড়া আর আর কোনো ফিচার্স বা ডিজাইনে নিয়ে কোনো রকমের তথ্য প্রকাশ করেনি। তবে আসা করা যাচ্ছে যে যেহেতু Bluetooth SIG এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সেই কারণে হয়তো এর মধ্যে আমরা Bluetooth 5.0 এর সাপোর্ট পেতে পারি। কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছি যে এটা একটি বাজেট স্মার্টফোন সুতরাং এর মধ্যে Bluetooth 5.0 থাকবে না Bluetooth 4.1 থাকবে সেটা এখনো সঠিক না। যাই হোক এর মধ্যে হয়তো Mediatek MT6739WW প্রসেসর থাকতে পারে এবং পেয়ে যেতে পারেন একটি 5.1-inch ডিসপ্লে। আরো কিছু তথ্য থেকে জানা যাচ্ছে যে হয়তো এখানে আপনি 1GB RAM এর সাথে Android 10 এর সাপোর্ট পেয়ে যেতে পারেন।
আপাতত এই টুকু তথ্য আমাদের কাছে এসেছে এখন এই স্মার্টফোন কবে প্রকাশ পাবে এবং কি নামে বাজারে আসবে সে বিষয়ে কোনো তথ্য নেই। আসা করছি সামনের দিনে আরো অনেক তথ্য আমরা জানতে পারবো।