Android 11 এর বিটা ভার্সন অনেকদিন ধরেই Pixel ফোন এবং কিছু অন্যান্য ফোনের মধ্যে চলছিল যদিও গুগল অফিসিয়ালি কবে প্রকাশ করছে সে বাপারে কিছু বলেনি। তবে আজকে ওদের অফিসিয়াল পেজ এ একটি ভিডিওর মধ্য জানিয়ে দিলো যে সামনের সেপ্টেম্বর মাসের 8 তারিখে তারা অফিসিয়ালি এই নুতুন Android 11 প্রকাশ করতে চলেছে “Works With “Hey Google” Smart Home Summit – APAC” ইভেন্ট এর মাধ্যমে।
বিটা ভার্সন এর মধ্যেই আমরা জানতে পেরে ছিলাম যে এর OS এর মধ্যে থাকবে একটি আলাদা নোটিফিকেশন প্যানেল শুধুমাত্র চ্যাট এবং মেসেজ এপ্লিকেশন এর জন্য। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি যখন কোনো সিরিয়াস চ্যাট করছেন তখন আপনি একই সাথে অনেকগুলো চ্যাট করতে পারবেন বার বার তাদের খুলতে হবে না। যদি আপনি Gboard ব্যাবহার করেন তাহলে আপনি কিছু লেখার সময় নিজে থেকেই এমজি এবং স্টিকার সাজেশন আসবে। এছাড়াও একই সাথে অনেকগুলো স্মার্ট ডিভাইস কানেক্ট করার জন্য এটি খুব স্ট্যাবল ভার্সন যেখানে আপনি পাওয়ার বাটন প্রেস করে তাদের মধ্যে পরিবর্তন করতে পারবেন। এমনকি মিডিয়া এবং ভিডিওর দেখার সময় অনেক ধরণের নুতুন নুতুন অপসন থাকবে। এছাড়াও Youtuber দেড় জন্য এর মধ্যে ইনবিল্ট স্ক্রিন রেকর্ডার এবং স্মার্ট ভয়েস কন্ট্রোল নিয়ে আসছে।
বাকি সমস্ত ফিচার্স তো প্রকাশের দিনেই জানতে পারবো। যেখানে Google তাদের Android 11 এর পাশাপাশি তাদের নুতুন স্মার্ট হোম সিস্টেম OEMs প্রকাশ করছে। সুতরাং এখন আপাতত অপেক্ষা করে থাকুন তাদের নুতুন এই OS এর জন্য।