Moto G8 Plus এবং G8 Play এই মাসের শেষের দিকেই প্রকাশ পেতে চলেছে আর আজকেই একটি অফিসিয়াল ভিডিও প্রকাশ পেয়ে গেলো যা Moto G8 এর। এটি একটি মিডরেঞ্জ স্মার্টফোন হবার সম্ভাবনা আছে। যাই হোক এই স্মার্টফোনের একটি ভিডিও আজকে টুইটারে এ এসেছে যা প্রকাশ করেছে বিখ্যাত লিক ষ্টার Evan Blass। যেখানে স্মার্টফোনের সম্পূর্ণ ডিজাইন এর পাশাপাশি এর বাকি বডি ও দেখা যাচ্ছে।
এই স্মার্টফোনের মধ্যে প্রথমেই একটি নোটচ ডিসপ্লে থাকবে। বেজেলস খুবই কম। আপাত দৃষ্টিতে বডি টি প্লাস্টিকের মনে হচ্ছে এবং তার উপরে থাকছে তিনটি রিয়ার ক্যামেরা। যার মধ্যে প্রধান ক্যামেরাটি হলো 48MP এর এছাড়া বাকি দুটির মধ্যে একটি আলট্রা ওয়াইড এবং ডেপ্ত সেন্সর হবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও পিছনে থাকবে Moto লোগোটির উপরে।
বডির একদিকে থাকবে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। আর অন্যদিকে থাকবে সিম ট্রে। মোটামুটি ভাবে সব ডিজাইন ই আগের G8 Plus এবং G8 Play এর মতোই। সেই কারণে ধারণা করা যেতে পারে যে একটি সাথে প্রকাশ পাবে সব কোটাই। আরো একটা জিনিস হলো এর রং যা এই ভিডিও থেকে দেখা যাচ্ছে। মোট তিনটি রং এর সাথে বাজারে প্রকাশ পাবে red, black এবং blue। আর কোনো রকমের তথ্য এখানে পাওয়া যায়নি তবে আগামী দিনে আরো অনেক তথ্য আপনাদের দিতে পারবো।