সামনের সপ্তাহেই প্রকাশ পেতে চলেছে সাওমির নুতুন এক সিরিজ যার নাম CC। অনেকদিন ধরেই এর উপর বিভিন্ন লিক নিয়ে আমরা আলোচনা করছি, কিছু সম্ভাব্য ছবিও আমরা দেখিয়েছি এবং একটা অফিসিয়াল ভিডিও। এখন এই সবের বাইরেও আজকে আরো একটা লিক হলো যেখানে Mi CC9 এর একটা blue রং এর ভেরিয়েন্ট দেখা যাচ্ছে।

কটা রং র ভেরিয়েন্টস থাকবে তা এখনো সঠিক না তবে এই নীল রং এর ভার্সন টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সেটা বোঝা যাচ্ছে। আবার একবার Xiaomi কন্ফার্ম করে দিলো যে Mi CC9 এর পিছনে তিনটি রেয়ার ক্যামেরা থাকবে। এই নীল রং এর ভেরিয়েন্টস টা একটা ভিডিওর দ্বারা দেখানো হয়েছে যেখানে এই রংটি খুবই উজ্জ্বল এবং গ্রাডিয়েন্ট ফিনিশ থাকবে যেখানে একটা S আকৃতির ছায়া থাকবে এই নীল রং ব্যাক এর উপর।
এছাড়া আর কিছু বলা হয়নি তবে আগের লিক অনুযায়ী এই স্মার্টফোনের মধ্যে 48MP প্রধান রেয়ার ক্যামেরার সাথে সামনে পেয়ে যেতে পারেন 32MP এর সেলফি ক্যামেরা। আর থাকতে পারে একটি 4000mAh এর ব্যাটারী, ফাস্ট চার্জিং এর সাথে। বাকি তথ্য, বাকি ফিচারস এবং সম্পূর্ণ মূল্য সামনের সপ্তাহেই জানতে পেরে যাবেন। ভারতে কবে আসবে সেটাও হয়তো ওই দিনেই জানতে পারা যাবে।