Xiaomi Mi CC9 এর একটি ছবি আজকে TENAA তে অন্তর্ভুক্ত হয়েছে

0

কালকেই আমরা Xiaomi Mi CC9 এবং Mi CC9e এর কিছু লিক এবং মূল্য নিয়ে আলোচনা করছিলাম আর আজকেই সেই Xiaomi Mi CC9 এ কয়েকটি ছবি চীনের TENAA ওয়েবসাইট এ অন্তর্ভুক্ত হয়েছে।

Xiaomi cc9

যেই ছবি থেকে দেখা যাচ্ছে যে এই স্মার্টফোনের ঠিক পিছনে লম্বালম্বি ভাবে সাজানো রয়েছে ক্যামেরা গুলো যেখানে তিনটি রেয়ার ক্যামেরা থাকছে সঙ্গে LED ফ্ল্যাশ। যতদূর বোঝা যাচ্ছে এই স্মার্টফোনের পিছন দিকটা গ্লাস দিয়ে তৈরি হবে। সামনে পেয়ে যাবেন একটি ওয়াটার ড্রপ নোচ ডিসপ্লে যার বেজেলস খুব কম থাকবে। একপাশে থাকবে ভলিউম কম বাড়ানোর সুইচ এবং পাওয়ার সুইচ। অন্যদিকে থাকবে সিম ট্রে।

Xiaomi cc9

এছাড়া আর কোনো তথ্য দেওয়া হয়নি তবে আগামী কালের তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে, এই স্মর্টফোনে মধ্যে হয়তো পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে এর সাথে Snapdragon 730 প্রসেসর। হয়তো থাকতে পারে 4,000mAh এর একটি ব্যাটারী সঙ্গে 27W ফাস্ট চার্জিং। আর থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Xiaomi cc9

তিনটি মেমরি ভারিয়ান্টস এর সাথে হয়তো আসতে পারে, 6GB + 128GB, 8GB + 128GB এবং 8GB + 256GB। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি হয়তো 48MP এ হবে। অন্যদিকে সামনে হয়তো থাকবে 32MP এর সেল্ফি ক্যামেরা। এই স্মার্টফোনের মূল্য ও লিক হয়েছিল গতকাল চাইলে একবার দেখে নিতে পারেন।

সূত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here