Redmi K30 Pro বেশ কিছুদিন আগেই বাজারে প্রকাশ পেয়ে গেছে এমনকি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসার পরিকল্পনা চলছে। আর ঠিক এর মধ্যেই Xiaomi তাদের Redmi সিরিজের আরো একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K30 Ultra প্রকাশ করার কথা ভাবছে। আজকে Cezanne কোড নামে একটি ডিভাইস 3C certification এ প্রকাশ পেয়েছে যা Redmi K30 Ultra হবার সম্ভাবনা অনেক।
এর যে ডিজাইন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পিছনে চারটি ক্যামেরা থাকবে আর সামনে থাকবে একটি পপ আপ সেলফি ক্যামেরা। পিছনের চারটি ক্যামেরা মধ্যে একটি 64MP এর রেয়ার ক্যামেরা। আরো একটা তথ্য জানা যাচ্ছে যে Xiaomi তাদের এই নুতুন স্মার্টফোনের মধ্যে Dimensity 1000 এর সাপোর্ট দিয়েছে। যাতে করে আপনি একটি ultra-high refresh rate এর ডিসপ্লে রিসোলিউশন পেয়ে যাবেন। এবং থাকবে 120 Hz রিফ্রেশ রেট।
আরো যেটা জানা যাচ্ছে সেটা হলো যে এর মধ্যে আপনি MIUI 12 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং আসা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে হয়তো চীনের বাজারে প্রকাশ পাবে।