ভারতের বাজারে শেষ অব্দি HMD Global নিয়ে এলো Nokia 8.1 যেটা এতদিন রিউমার হিসাবে ছিল. আগে যে সমস্ত লিক এ আমরা ফিচারস গুলো দেখতে পেয়েছি সেইগলুই আছে তবে কিছু কিছু পরিবর্তন হয়েছে। চলুন দেখে নিই এটার সম্পূর্ণ ফিচারস গুলো।

Nokia 8.1 এর সবিস্তার বিবরণী
- 6.18-inch (2246 × 1080 pixels) পূর্ণ এইচডি পুড়ে ডিসপ্লে সঙ্গে 18.7:9 aspect ratio, 1500:1 Contrast ratio, Corning Gorilla Glass 3 প্রটেকশন
- আটটা কোর সম্পন্ন Snapdragon 710 প্রসেসর সঙ্গে Adreno 616 GPU
- 4GB (LPPDDR4x) RAM, 64GB (eMMC 5.1) স্টোরেজ যেটা 400GB অব্দি বাড়ানো সম্ভব microSD দিয়ে।
- Hybrid Dual SIM (nano + nano / microSD)
- Android 9.0 (Pie)
- 12MP রেয়ার ক্যামেরা সঙ্গে 13MP সেকেন্ডারি ক্যামেরা, dual-tone LED flash, 1/2.55″ Sony IMX363 sensor, f/1.8 aperture, 1.4μm pixels, OIS, ZEISS optics
- 20MP সামনের ক্যামেরা সঙ্গে f/2.0 aperture
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- Nokia OZO Stereo Audio recording
- Dual 4G VoLTE, USB Type-C
- 3500mAh ব্যাটারী fast charging এর সঙ্গে
দাম এবং উপস্থিতি
এটার প্রিঅর্ডার শুরু হচ্ছে আজ থেকে Nokia.com/phones এ. যে তা পাওয়া যাবে December 21st থেকে। ভারতে এটার দাম Rs. 26,999 টাকা এবং Blue/Silver and Iron/Steel রং এ পাওয়া যাবে।